সভাপতি ইদ্রিস আলী, সম্পাদক সিরাজুল ইসলাম
কলাগাঁও ছাড়াগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতির নির্বাচন

- আপডেট সময় : ০৬:৩৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও ছাড়াগাঁও ট্রলি পরিবহন মালিক সমবায় সমিতির( নিবন্ধন ৩৯) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২) ফেব্রুয়ারী কলাগাঁও জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় সকাল ১০টায় ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৩ টা পর্যন্ত চলে।
সমিতির ৩৪৫ জন ভোটারের মধ্যে ৩১৬ জন সদস্য ভোট প্রদান করেন।
নির্বাচনে ৩ জন সভাপতি, ২জন সহ সভাপতি, ২জন সাধারণ সম্পাদক, ও ৭ জন সদস্য সহ মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে , ইদ্রিস আলী( চেয়ার প্রতীক) ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মফিজ উদ্দিন ( ছাতা) প্রতীকে পেয়েছেন ১৪২ ভোট।
সহ সভাপতি পদে, আজিজুল হক( রিক্সা) ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী দুলাল মিয়া (তলোয়ার) প্রতীকে পেয়েছেন ৮৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে,সিরাজুল ইসলাম (দোয়াত কলম) প্রতীকে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম মোল্লা( আম) প্রতীকে পেয়েছেন ১১৪ ভোট।
সদস্য পদে,ইদ্রিস আলী ( ফুটবল)২২১ ভোট পেয়ে ১ম।
রইছ উদ্দিন (মাছ)২১৯ ভোট পেয়ে ২য়।
খুরশিদ আলী( মই)১৯৫ ভোট পেয়ে ৩য়।
নুরুল ইসলাম ( টিউবওয়েল)১৮৯ ভোট পেয়ে ৪র্থ।
তৌফিক মিয়া (কাপ পিরিচ)১৮১ ভোট পেয়ে ৫ম।
সাকিরুল ইসলাম( টেবিল)১৭৬ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থানে সদস্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় অফিসের পরিদর্শক জাহাঙ্গীর আলম , কলাগাঁও মাদরাসার সুপার মাও আব্দুল মান্নান, মাও মিজানুর রহমান ডালিম।
এডহকক মিটির সদস্য ছিলেন রাশেদ কবির, সাইফুল ইসলাম, রহমত আলী।
নির্বাচন বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা আশীষ আচার্য্য বলেন, নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।