সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
- আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
- / 192
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের হাওরে বজ্রপাতে নিজাম উদ্দিন নামের এক দিনমুজুরে মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দুইটার এই ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় বাকৈর গ্রামের সাক্কর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রবিবার সকাল থেকে কামড়াখাই গ্রামের পাশে ছাতল বিলের পাড়ে কাজ করছিলেন নিজাম উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় ইউপি সদস্য কয়ছর আহমদ বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জগন্নাথপুর থানা ও নবীগঞ্জ থানা পুলিশের সাথে যোগাযোগ করি। পরিবারের মতামতের ভিত্তিতে মৃত ব্যক্তিকে দাফন করা হবে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন













