জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে মানুষের ঢল

- আপডেট সময় : ০৫:৩৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২ ১৩৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
জ্বালানী তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লোডশেডিং ও গণপরিবহনে ভাড়াবৃদ্ধি এবং ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও স্বেচ্ছাসেবকল নেতা আব্দুর রহীম ও জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
শুক্রবার দুপুরে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে হাজারো মানুষের বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মূল সড়ক আলফাত স্কয়ারের দিকে এগুতে চাইলে কালীবাড়ি পয়েন্ট পুলিশ বাধা দেয়। পরে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে সেখানেই প্রতিবাদ সমাবেশ করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ সভাপতি নাদীর আহমদ, অ্যাড. শেরনুর আলী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দিন দিন দেশের সার্বিক অবস্থার অবনতি হচ্ছে। সব কিছু দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। শুধু তাই নয়, ভোলায় পুলিশ অন্যায়ভাবে গুলিবর্ষণ ও স্বেচ্ছাসেবকল নেতা আব্দুর রহীম ও জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যা করেছে সরকারের ইশরায়।
এসময় বক্তারা সকল শ্রেণি পেশার মানুষকে সরকার বিরোধী আন্দোলনে শরিক হবার আহ্বান জানান বক্তারা।