তারেক রহমানের নাম উচ্চারণের আগে অজু করার পরামর্শ বরকতউল্লা বুলুর

- আপডেট সময় : ১০:০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
আমার সুনামগঞ্জ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করে নেবেন।’ তিনি দাবি করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কুমিল্লার টাউন হল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় বরকতউল্লা বুলু বলেন, ‘গত কয়েকদিনে কিছু অর্বাচীন ব্যক্তি তারেক রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তারা যেন সতর্ক থাকেন।’
জাতীয় সরকার গঠনের ঘোষণা
সম্মেলনে তারেক রহমান বলেন, বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করবে না। বরং যারা বিএনপির সঙ্গে আন্দোলন-সংগ্রামে ছিল, তাদের নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন জরুরি। যত বেশি ঐক্যবদ্ধ থাকবো, তত বেশি ষড়যন্ত্র নস্যাৎ হবে।’
আওয়ামী লীগের দমন-পীড়নে বিএনপি আরও শক্তিশালী হয়েছে
বরকতউল্লা বুলু শেখ হাসিনার শাসনামলকে ইঙ্গিত করে বলেন, ‘গত ১৫ বছরের দমন-পীড়নের ফলে বিএনপি এখন উপমহাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিএনপি এখন সোনার কাঠিতে রূপান্তরিত হয়েছে।’
সম্মেলনে বিএনপির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক জাকারিয়া তাহের, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিন উর রশিদসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
(আমার সুনামগঞ্জ)