বাধেঁর কাজে অনিয়ম, নির্ধারিত সময়ে বাধেঁর কাজ শেষ না হওয়ার প্রতিবাদে মানববন্ধন

- আপডেট সময় : ০৭:৫৪:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
নির্দিষ্ট সময়ে বাধেঁর কাজ শেষ না হওয়া, বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা হাওড় বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, পিআইসি গঠনে ব্যাপক অনিয়ম হয়েছে, বিগত সময়ের অক্ষম ও দুর্নীতিগ্রস্ত ও দলীয় ব্যাক্তিদের পিআইসি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে একই পরিবারের একাধিক ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এসব প্রকল্পের নেপথ্যে একটি সিন্ডিকেট কাজ করছে, তারা কাজ না করেই শতভাগ কাজ দেখিয়ে বরাদ্দের টাকা পকেটস্থ করতে পাঁয়তারা করছে।
তারা আরো বলেন, ২৮ শে ফেব্রুয়ারী সম্পুর্ণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো কাজের শতকরা ৬০ ভাগ কাজও শেষ হয়নি।
নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ না করায় আগাম বন্যা ও অতিবৃষ্টিতে ফসল ডুবির শঙ্কা রয়েছে। অনতিবিলম্বে বাঁধের কাঁজ শেষ না হলে কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলনের ডাক দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
এছাড়াও সময়মতো বাঁধের কাজ শেষ না করায় বোরো ফসলের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সংগঠনের নেতারা।
মানববন্ধনে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন,পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারনে হাওড়ডুবি হলে এর দায় প্রশাসন সহ সবাইকে নিতে হবে।
বুধবার( ২৬) ফেব্রুয়ারী শহরের ট্রাফিক পয়েন্টে হাওর বাঁচাও আন্দোলনের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদ উলাহ সরকারের সভাপতিত্বে ও হাওর বাঁচাও আন্দোলন নেতা রাজু আহমেদ’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, শহীদ নূর আহমেদ সহ বিভিন্ন উপজেলার কৃষক ও হাওর বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ।