তাহিরপুরে আইন শৃঙ্খলা কমিটি মিটিং সম্পন্ন

- আপডেট সময় : ০৩:৫৩:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১১ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত হয়ছে।
বুধবার ২৬(ফেব্রুয়ারি) তাহিরপুর উপজেলার নির্বাহী অফিসার মো: আবুল হাসেম এর সভাপতিত্বে ও তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আইন শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন জয়নাল আবদীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলার আমীর মো: রোকন উদ্দিন, কৃষি কর্মকর্তা মো:শরীফুল ইসলাম, ইউ পি আই ও মোহাম্মদ মহিবুল ইসলাম, উপজেলা ফ্যামিলি প্রোগ্রাম অফিসার মোহাম্মদ শামসুদ্দিন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশীষ আচার্য্য,দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের ডিএস হারুন অর রশিদ, উপজেলা ডব্লুিউ এও কর্মকর্তা মোহাম্মদ আফজাল হোসেন,এফআইভিডিবি -ইউমেন লিড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প ম্যানেজার ফয়সল আহমদ, সহকারী শিক্ষক দেব প্রিয় দে।
সভাপতি তার বক্তব্যে বলেন আমরা সকলে মিলে আজ তাহিরপুর উপজেলার সকল অপরাধ দমন করতে সক্ষম হয়েছি। আমরা চাঁদাবাজ,সন্ত্রাস দমনে আরো সজাগ থাকবে হবে।