দিরাইয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ২২

- আপডেট সময় : ১২:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ২২ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার তাড়ল ইউনিয়নের সরালীতোপা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সরালীতোপা গ্রামে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে পুর্ব বিরোধ ছিল। পরে উভয় পক্ষের লোকজন নিয়ে কমিটি গঠন হওয়ায় বিষয়টি নিস্পত্তি হয়। তবে এর জের ধরে দুই পক্ষ ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল।
সম্প্রতি মাওলানা রায়হান উদ্দিনের একটি পোস্ট ঘিরে উত্তেজনা চরমে ওঠে। ঘটনার আগের রাতে ঘোষণা দিয়ে সময় নির্ধারণ করে দুই পক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নেয়। খবর পেয়ে সকালেই ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সেখানে উপস্থিত হন।
তবে এসব উপেক্ষা করে গ্রামের আলাউদ্দিন মেম্বার ও আব্দুস সালামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টাব্যাপী সংঘর্ষে কয়েক নারীসহ ২২ জন লোক আহত হয়।
গুরুতর আহত রায়হান উদ্দিন (৪৫), বাহার উদ্দিন (৪০), আবু কাওসার (৩২), জালাল উদ্দিন (৫০), বিল্লাল মিয়া (৩৫), আব্দুস সালাম (৬০) ও মাহমুদা বেগম (৪০)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্য আহতরা দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সংঘর্ষে মোট ২২জন আহত ও ৭ জনকে সিলেট রেফার্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ফেসবুকে উস্কানিমূলক লেখালেখি থেকে ঘটনার সূত্রপাত। এলাকায় পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।