শৃঙ্খলিত ভাষায় দায়িত্বশীল বক্তব্যের তাগিদ তারেক রহমানের

- আপডেট সময় : ০৩:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষার সংযম ও সতর্কতার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি বলেন, “নেতা-নেত্রীদের সম্পর্কে বক্তব্য দেওয়ার সময় প্রচারসচেতন শব্দচয়নের ক্ষেত্রে সতর্কতা, বুদ্ধিমত্তা এবং পরিমিত বোধের পরিচয় দিতে হবে।”
তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা তৎপর রয়েছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তারা আপনাদের ফাঁদে ফেলতে চাইবে, কিন্তু সচেতন থাকলে সফল হবে না।”
বিশ্লেষকদের মতে, তারেক রহমানের এই বক্তব্য মূলত দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দায়িত্বশীল আচরণ এবং রাজনৈতিকভাবে পরিণত মনোভাব গঠনের তাগিদ দিচ্ছে। রাজনৈতিক অঙ্গনে ভাষার যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করায় এটি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
এ বিষয়ে আপনার মতামত জানাতে আমাদের ফেসবুক পেজে মন্তব্য করুন।
সূত্র: বাংলা ইনফোটিউব