৫ প্রতিষ্ঠানের ১৬ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৬:২৩:২০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
- / 170
রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সুনামগঞ্জ শহরের বাজারগুলোতে অভিযান পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে শহরের পশ্চিম বাজার ও স্টেশন রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা। এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমনদ্দোজা ইমনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে মেসার্স নাজিম উদ্দীন, মেসার্স শশাঙ্ক পালকে অনুমোদনহীন কীটনাশক ওষুধ দোকানে সংরক্ষণ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা জরিমানা করা হয়। নিউ বিসমিল্লাহ বীজ ভান্ডারকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ওষুধ সংরক্ষণ ও
বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা, হক এন্টারপ্রাইজকে পাঁচশ টাকা এবং মো. মোশাররফ খানকে অপরিচ্ছন্নভাবে খোলামেলা ভাবে খেজুর সংরক্ষণ ও বিক্রির দায়ে পাঁচশ টাকা জরিমানাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা জানান, অভিযানে অনুমোদনহীন কীটনাশক ওষুধ দোকানে সংরক্ষণ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে, অপরিচ্ছন্নভাবে খেজুর বিক্রির দায়ে পাঁচশ টাকা এবং হক এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ বিস্কুট এবং সস সংরক্ষণ ও বিক্রির দায়ে পাঁচশ টাকা জরিমানাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে মেয়াদোত্তীর্ণ মালামাল ধ্বংস করা হয়েছে।












