নাইজেরিয়ায় রমজানে প্রকাশ্যে খাবার খেয়ে গ্রেপ্তার ২০ মুসলিম

- আপডেট সময় : ০৮:১৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
আমার সুনামগঞ্জ ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় পবিত্র রমজানে প্রকাশ্যে খাবার খাওয়ার কারণে ২০ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে ইসলামিক পুলিশ হিসবাহ। একইসঙ্গে খাবার বিক্রির দায়ে আরও পাঁচজনকে আটক করা হয়েছে।
রমজান মাসজুড়ে চলবে অভিযান
নাইজেরিয়ার কানো প্রদেশে পরিচালিত এই অভিযানের বিষয়ে হিসবাহর ডেপুটি কমান্ডার মুজাহিদ আমিনুদিন জানান, “রমজান মাসজুড়ে এই অভিযান চলবে। এটি শুধুমাত্র মুসলিমদের জন্য প্রযোজ্য, অমুসলিমদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “একজন প্রাপ্তবয়স্ক মুসলমানকে রমজানে প্রকাশ্যে খাবার খেতে দেখা হৃদয়বিদারক। এটি রমজানের প্রতি অসম্মান, যা মেনে নেওয়া হবে না।”
শরিয়াহ আদালতে হাজির করা হবে
গ্রেপ্তারকৃতদের শরিয়াহ আদালতে হাজির করা হবে এবং সেখানেই তাদের সাজা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন হিসবাহর ডেপুটি কমান্ডার।
আগেও ঘটেছে এমন ঘটনা
এটি প্রথমবার নয়, গত বছরও রমজানে রোজা না রাখার কারণে কিছু মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে তারা রোজা রাখার প্রতিশ্রুতি দিলে মুক্তি পেয়েছিলেন। এবার পরিস্থিতি আরও কঠোর—গ্রেপ্তারকৃতদের আদালতের মুখোমুখি হতে হবে।
প্রতিক্রিয়া
এই ঘটনার পর জনমত বিভক্ত হয়ে পড়েছে। কেউ বলছেন, রমজানের পবিত্রতা রক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আবার কেউ একে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
উপসংহার
রমজানের পবিত্রতা বজায় রাখতে নাইজেরিয়ার ইসলামিক পুলিশ কড়াকড়ি আরোপ করেছে। তবে এ ধরনের কঠোরতার যৌক্তিকতা নিয়ে বিতর্ক চলছেই।
সুনামগঞ্জের সর্বশেষ সংবাদ জানতে আমাদের সঙ্গেই থাকুন।