দোয়ারাবাজারে যৌথবাহীনীর অভিযান, ৮ প্রতিষ্ঠানে জরিমানা

- আপডেট সময় : ০৩:১৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ২৯১ বার পড়া হয়েছে
দোয়ারাবাজারে যৌথ বাহিনীর বাজার মনিটরিং অভিযানে ৮ প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোয়ারা সদর বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় করেন উপজেলা নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুশান্ত সিংহ, সেনা ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর টীম।
৮ টি মামলা করে ১৫ হাজার ৯ শত টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা, মজুদ পরিস্থিতি ও কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা, ভুষি মালের দোকান, ফলের দোকান, সবজির দোকান ও আড়তে পণ্যের মূল্য তালিকা টানানো, মালামালের ক্রয় রশিদ (মেমো) দোকানে সংরক্ষণ ও বিক্রেতাকে রশিদ প্রদান, পোলট্রি দোকানে কেজিতে মুরগি বিক্রয় ইত্যাদি বিষয় মনিটরিং করা হয়।