সংবাদ শিরোনাম ::
সিলেট এমসি কলেজের ছাত্রাবাস সংলগ্ন টিলায় ভয়াবহ আগুন

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৫৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাস সংলগ্ন টিলায় বুধবার (৫ মার্চ) সন্ধ্যায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইফতারের সময় হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে, যা মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দেড় ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থী ও কলেজের স্টাফরাও আগুন নেভানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
অগ্নিকাণ্ডের কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, কেউ অসাবধানতাবশত আগুন ধরিয়ে থাকতে পারে বা শুকনো পাতায় আগুন লেগে থাকতে পারে।