তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটির হামদ নাত ক্বিরাত প্রতিযোগিতা শুরু

- আপডেট সময় : ০৮:৫২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৬৫ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলার সর্ববৃহৎ সেচ্ছাসেবী মানবিক সংগঠন ” তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি’র ” উদ্দ্যোগে মাহে রমজান উপলক্ষে হামদ নাত ক্বিরাত প্রতিযোগিতার ইউনিয়ন ভিত্তিক প্রাথমিক বাছাই পর্ব বালিজুরি ইউনিয়নে শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত হয়।
শনিবার( ৮) ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকায় বালিজুরি এইচ এ উলুম সিনিয়র আলিম মাদরাসায় সংগঠনের প্রচার উপদেষ্টা মিজানুর রহমানের পরিচালনায় প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মাওলানা মুসলিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে, প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন, বালিজুরি এইচ এ উলুম সিনিয়র আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ আলী।
বিচারকমন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব উল্লাহ, মাওলানা মো মুসা, ক্বারী আজিজুর রহমান।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, তরুন সমাজসেবক সোহানুর রহমান সোহান,শরিফ আহমদ প্রমুখ।
উল্লেখ্য যে, তাহিরপুর ডেভেলপমেন্ট সোসাইটি সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন হিসেবে গত বছরের ৩০ নভেম্বর আত্মপ্রকাশ করে।
আত্মপ্রকাশের পর থেকে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এমনটাই জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা মু রেজাউল করিম ও সভাপতি আশরাফুল ইসলাম আকাশ।