জগন্নাথপুরে পুলিশের অভিযানে ১০ বছরের সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

- আপডেট সময় : ১১:৩৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
জগন্নাথপুরে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (৮ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে জগন্নাথপুর থানাধীন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে অভিযান চালিয়ে নজরুল ইসলাম (৪২) নামে ওই সাজাপ্রাপ্ত ডাকাতকে আটক করা হয়।
তিনি জগন্নাথপুর থানাধীন ব্রাহ্মণগাঁও গ্রামের বাসিন্দা।
অভিযানটি পরিচালনা করেন জগন্নাথপুর থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন। তার সাথে ছিলেন এসআই দিপংকর হালদার, এসআই রফিজুল মিয়া, এএসআই ভানু লাল রায়, এএসআই আলী আকবর এবং সঙ্গীয় ফোর্সে।
গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে জিআর-২০৭/১৩ এবং দায়রা-১০৬০/১৬ নম্বর মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা ছিল। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।