তাহিরপুরে WAMY ‘র উদ্যোগে ত্রাণ বিতরণ

- আপডেট সময় : ০১:১৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২ ১৪৬ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধিঃ
ওয়ার্ল্ড এসেম্বলী অব মুসলিম ইয়থ অর্গানাইজেশান (ওয়ামী) এর উদ্দোগে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে ত্রাণ বিতরন করা হয়েছে।
রোববার বিকাল ৪টায় তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দুমাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মঠে এই ত্রাণ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়নের রামসিংহপুর, হুকুমপুর, দুমাল, ভান্ডারচাপর, গোলাবাড়ি, গুয়াবাড়ি, মোয়াজ্জেমপুর গ্রামের দুই শতাধিক পরিবারের মধ্যে চাল ডাল তেলসহ প্রায় চার হাজার টাকা সমমূল্যের বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়ামী’র কান্ট্রি ডিরেক্টর ডা. রেদওয়ানুর রহমান, কর্মকর্তা নজরুল ইসলাম, মিডিয়া এক্সিকিউটিভ মুহিবুল্লাহ, এডভোকেট অবু হানিফ নোমান, দৈনিক সংগ্রামের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, বিশিষ্ট ব্যবসায়ী কুদরতে এলাহী মারুফ, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নুর প্রমূখ।