জানা গেছে, কেন্দ্রীয় ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://www.xiclassadmission.gov.bd) অনুসারে আবেদন করতে হবে। এ জন্য কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাকদের কলেজের বিদ্যমান আসন সংখ্যা দেখে দশটি আবেদন করতে হবে।
যেসব শিক্ষার্থী আগে আবেদন করেনি বা আবেদন করে সিলেকশন পাননি, ভর্তির মনোনয়ন পেলেও ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি এবং ২০২১ খ্রিষ্টাব্দে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা চতুর্থধাপে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন করতে পারবেন।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা অনুসারে অনলাইনে ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি হবে না। এ বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও শিক্ষার্থীদের আবারও জানিয়েয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।