বিজিবির অভিযান, ৭ লক্ষ টাকার ভারতীয় গরু ও মদ আটক

- আপডেট সময় : ০৬:০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 74
বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে তিন লক্ষাধিক টাকার ভারতীয় গরু আটক করেছে বিজিবি টিম।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নে মালিকবিহীন অবস্থায়।
সোমবার ( ১০ মার্চ) ভোর রাতে দোয়ারাবাজার উপজেলার বাংলা বাজার ইউনিয়নের পেকপাড়া বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৯/৭-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোকামছড়া হতে ০৬টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৩৫ হাজার টাকা এবং একই দিন সকালে বাঁশতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২৩০/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুমগাঁও হতে ০১টি ভারতীয় গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
এদিকে একই দিনে রাতে তাহিরপুর উপজেলার বাদাঘাট এলাকায় লাউরগড় বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৩/৩ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী হতে ২ শত ৮৪ বোতল ভারতীয় মদ আটক করা হয়।যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ২৬ হাজার টাকা।
আটককৃত ভারতীয় গরু ০৭টি, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫ হাজার টাকা এবং ভারতীয় মদ ৪ লক্ষ ২৬ হাজার টাকা সহ মোট ৭ লক্ষ ৩১ হাজার টাকা।
এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
আটককৃত ভারতীয় গরু শুল্ক কার্যালয় এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।