সাচনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন জামায়াতের নেতৃবৃন্দ

- আপডেট সময় : ০৩:৪৬:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / 264
ভাটি বাংলার ঐতিহ্যবাহী সাচনা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করছেন জামালগঞ্জ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।
জামালগঞ্জ উপজেলা জামায়াতের সম্মানিত আমীর হাবিবুর রহমান এর নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সদর ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান, সাচনাবাজার ইউনিয়নের সভাপতি আতিকুল হক, ভীমখালি ইউনিয়নের সভাপতি হাফেজ সাইফুল ইসলাম উজ্জ্বল, সাচনা উত্তর ইউনিয়নের সভাপতি মাওলানা নুরুল হক জামালগঞ্জ সদর ইউনিয়নের সহ সভাপতি খায়রুল কবির ও আব্দুল কুদ্দুস, সদর ইউনিয়নের সেক্রেটারি সাদিকুর রহমান জনি, সাচনা ইউনিয়নের সেক্রেটারি লুৎফর রহমান এছাড়া আরো স্থানীয় অনেক নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট উত্তম প্রতিদান চেয়ে দোয়া করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।