শ্যামলীতে নারীদের প্রতি সহিংস আচরণ: রাসেল হোসেন গ্রেপ্তার

- আপডেট সময় : ০৯:৪১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
আমার সুনামগঞ্জ ডেস্কঃ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে রাজধানীর মতিঝিল এলাকা থেকে মো. রাসেল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে দেখা যায়, রাসেল শ্যামলী স্কয়ার এলাকায় নারীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্য করছেন এবং লাঠি হাতে তাদেরকে দৌড়ে দৌড়ে পেটাচ্ছেন। ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
জানা গেছে, রাসেল ভিডিও ধারণ করে সেগুলো নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন অনেকেই।