জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল চারটায় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ লুৎফুর রহমান দুলালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার নায়েবে আমীর, সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জেলা শ্রমিক কল্যাণের অন্যতম উপদেষ্টা এডভোকেট মোঃ শামস্ উদ্ দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদর উপজেলা উপদেষ্টা মোহাম্মদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সিয়াম সাধনার মাধ্যমে মানুষ যাতে তাক্বওয়াবান হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে সেজন্য চেষ্টা করতে হবে। এসময় অন্যান্যের মধ্যে পৌর শ্রমিক কল্যাণের সভাপতি জসিম উদ্দিন, শ্রমিক নেতা মাস্টার হাসান আলী, শাফিউল আলম রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।