জামালগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন
সভাপতি শাহীন সম্পাদক তাহের

- আপডেট সময় : ১১:৫৭:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
জামালগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক ইত্তেফাকের মো. শাহীন আলমকে সভাপতি এবং দৈনিক যুগান্তরের মো. তাহের আহমেদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জামালগঞ্জ রিপোর্টার্স ক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করেন জামালগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল আহাদ।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি আল মামুন চৌধুরী (দৈনিক রূপালী বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক নেহার দেবনাথ (দৈনিক ভোরের সূর্য), প্রচার সম্পাদক: ছাদিকুর রহমান স্বাধীন খাঁন (দৈনিক সোনালী কন্ঠ), দপ্তর সম্পাদক: তোফাজ্জল ইসলাম (দৈনিক চেতনায় বাংলাদেশ), সদস্য শহীদুল ইসলাম তালুকদার (দৈনিক সুনামগঞ্জের সময়), সাইফ উল্লাহ (দৈনিক সুনামকন্ঠ ও ফালগুনী টিভি), কাজী কামরুজ্জামান (দৈনিক এই বাংলা), পারভেজ মোশারাফ (দৈনিক প্রথম বাংলা)।
এ সময় দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
নবনির্বাচিত সাংবাদিক নের্তৃবৃন্দ আগামী দিনে হাওর অঞ্চলসহ দেশের উন্নয়নে বস্তনিষ্ঠ পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।