জাহাঙ্গীর নগর ইউনিয়নে জামায়াতের ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৩:৩৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর নগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইয়াছিন আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিছ আলী।
ইফতার মাহফিলের শুরু কোরআন তেলাওয়াত করেন মুহাম্মদ মাহদী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলেমান হক চৌধুরী, সাবেক ভাইস-চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সদর উপজেলার ভারপ্রাপ্ত আমীর আব্দুল হেকিম, সদর উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাছন আলী।
আরও বক্তব্য রাখেন ইসলামি ছাত্রশিবিরের সদর উত্তর শাখার সভাপতি উসমান গণি, শাসছুল হুদা, মুহাম্মদ আলী প্রমুখ।
ইফতারের পূর্ব মুহুর্তে মোনাজাত পরিচালনা করেন সালামত উল্লাহ।
জাহাঙ্গীর নগর ইউনিয়ন জামায়াতের আমীর ইদ্রিছ আলীর সমাপনী বক্তব্যের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।