আইন-শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে : খেলাফত মজলিস

- আপডেট সময় : ০৫:১১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সমাজে খুন ও ধর্ষণ বেড়ে গেছে। সরকারকে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও আইন-শৃঙ্খলার উন্নতিতে আরো কঠোর হতে হবে।
শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত ‘কল্যাণ রাষ্ট্র গঠনে সিয়ামের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রমজান মুসলমানদের জীবনে আত্মিক পরিশুদ্ধতা নিয়ে আসে। এক মাস দিনের বেলায় উপবাস, শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ, রাতের বেলায় তারাবীহ ও তাহাজ্জুদ নামাজের কঠোর সাধনার মাধ্যমে একজন মুসলিম নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এই মাসে যথাযথ সিয়াম সাধনা সমাজ ও রাষ্ট্রে ইনসাফ এবং সাম্যের বার্তা দেয়, মিথ্যা ও অসত্য দূরীভূত করে। এই মাসে ঐশীগ্রন্থ আল-কোরআন নাযিল হয়েছে যা মানুষের জন্য পথপ্রদর্শক। তাই আমাদের সকলকে কুরআন চর্চা বাড়াতে হবে।
তিনি আরো বলেন, নিজেদের অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। মানবীয় প্রভূত্বের হাত থেকে মুক্তি পেতে হলে আল্লাহর বিধানের কাছে মানুষকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে আমাদের একটি পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কাজ ত্বরান্বিত করতে হবে। মজলুম মানবতার মুক্তির জন্য খেলাফত রাষ্ট্রব্যবস্থা পুনপ্রতিষ্ঠার বিকল্প নেই। আমাদের আরাকান, ফিলিস্তিনসহ নির্যাতিত সকলের পাশে দাঁড়াতে হবে।
খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো ছিলেন নায়েবে আমির অধ্যাপক আব্দুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দী, খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়খুল হাদিস মাওলানা আব্দুস সামাদ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম।
ইফতার মাহফিলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য আমির আলী হাওলাদার।
মহানগরীর নির্বাহী দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, আব্দুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মুনশি মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নিয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ সেলিম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুরুল আলম মনসুর, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম শহীদুল ইসলাম, এনায়েত রাব্বি একরাম, নিজাম উদ্দিন প্রমুখ।
-বিজ্ঞপ্তি