আমবাড়ি বাজারে ছাত্রশিবিরের অর্থসহ কোরআন বিতরণ

- আপডেট সময় : ০১:৩১:০২ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে
আজ ১৫ রমাদান, রবিবার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজার হাইস্কুলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কোরআন বিতরণ করে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলার সদর উপজেলা পূর্ব আদর্শ শাখা।
সদর উপজেলা পূর্ব আদর্শ শাখা সেক্রেটারি আলী হায়দারের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামি ছাত্রশিবির সদর উপজেলা পূর্ব আদর্শ শাখার সভাপতি ইকরামুল হক মাজেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা শাখার সাহিত্য ও অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মান্নারগাঁও ইউনিয়ন জামায়তের আমীর জুবায়ের আহমদ।
আরও উপস্থিত ছিলেন, ইসলামি ছাত্রশিবির সদর উপজেলা পূর্ব আদর্শ শাখার সাহিত্য ও অর্থ সম্পাদক হাফিজ আতিকুর রহমান, মিডিয়া ও প্রচার সম্পাদক আমিনুর রহমান পরান, মেরাজুল, তালহা, জুবায়ের, আজমল, সাফায়েতুল্লাহ প্রমুখ
বক্তরা বলেন, ইসলামি ছাত্রশিবির প্রত্যেক বছর এই আয়োজন করে থাকে। সাধারণ ছাত্রদেরকে তারা আহ্বান করে অর্থসহ কোরআন বুঝে পড়ার জন্য।
প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করা হয়েছে।