কুরবান নগর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

- আপডেট সময় : ০২:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৯০ বার পড়া হয়েছে
আজ ১৫ রমাদান রবিবার, সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসার অডিটোরিয়ামে কুরবান নগর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কুরবান নগর ইউনিয়ন জামায়াতের আমীর হাফিজ মাওলানা আবু বকরের সভাপতিত্বে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়বে আমির এবং সুনামগঞ্জ ৪ আসনের জামায়াতের সংসদ সদস্য পদপ্রার্থী এড. মুহাম্মদ শামস্উদদিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামি সুনামগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য প্রিন্সিপাল আবুল কালাম আজাদ, সুনামগঞ্জ সদর উপজেলার আমীর মুহাম্মদ আলী, সুনামগঞ্জ সদর উপজেলার সেক্রেটারির সুলেমান হক চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হেকিম ।
আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সদর উপজেলা পূর্ব আদর্শ শাখার সভাপতি ইকরামুল হক মাজেদ, জামায়াত নেতা আবুল হাসনাত প্রমুখ।
ইফতার পূর্ব মুহুর্তে মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল আবুল কালাম আজাদ।