বালিকান্দি গ্রামে ১৭০০ রোজাদার নিয়ে গণ ইফতার ও দোয়া মাহফিল

- আপডেট সময় : ০৬:৫৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
জগন্নাথপুরের কলকলি ইউনিয়নের বালিকান্দি গ্রামের সামাজিক সংগঠন “বালিকান্দি ইয়থ এসোসিয়েশন অ্যাবরোড ” এর আয়োজনে বৃহত্তর বালিকান্দি গ্রামের মুর্দেগানদের ঈসালে সাওয়াব ও দেশ বিদেশে অবস্থানরত সকলের কল্যাণ কামনায় আজ ১৮ই মার্চ মঙ্গলবার বালিকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের প্রাঙ্গণে ১৭শ রোজাদারদের নিয়ে গণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গণ ইফতার ও দোয়া মাহফিল বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের মধ্যে ৫ জন সমন্বয়ক ও স্থানীয় ১০ জন উপদেষ্টা, ১৪ জনের এক উপকমিটি সহ ২০০শত সেচ্ছাসবক কাজ করেছেন।
প্রবাসী সমন্বয়করা হলেন রেজাউল হক জিয়া, ফরহাদ হোসাইন, রাসেল আহমেদ ,আবু তাহের ও মঞ্জুর আহমেদ সুমন এবং স্থানীয় ১০ জন উপদেষ্টা হচ্ছেন, মনরুল হক,কাওছার আহমেদ ,জাহেদুজ্জামান সোয়েব ,দিলোয়ার মিয়া,জুবায়ের আহমেদ ,মির্জা আব্দুল লতিফ ,আব্দুল মালেক,জহিরুল ইসলাম লেবু ,রুবেল কিবরিয়া ও শহিদুল হক।
গণ ইফতার ও দোয়া মাহফিলে গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক মিলন মেলায় রুপ নেয়।বালিকান্দি ইয়থ এসোসিয়েশন অ্যাবরোড পরিবারের পক্ষ থেকে বালিকান্দি গ্রামের সব প্রবাসীদের কে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে এবং আগামীতে ও যাতে তারা গ্রামের উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকান্ডে সবধরনের সাহায্য ও সহযোগীতা অব্যাহত রাখতে পারেন এর জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।