সৈয়দপুরে জামায়াতের বিশাল ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৭:০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ১৭ রমজান সৈয়দপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ আব্দুল আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মির্জা মুস্তাক্বীম ও এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ সৈয়দ ফখরুল ইসলামের যৌথ পরিচালনায় শুরুতে অর্থসহ পবিত্র কোরআন তোলাওয়াত করেন শেখ জাবের আহমদ।
ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপার্থী, সিলেট জর্জ কোর্ট-এর এপিপি এডভোকেট ইয়াসীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার মো. আবু তাইদ, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন, জামায়াত নেতা কাজী সৈয়দ জুনেদুর রহমান, ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর পুর্ব শাখার সভাপতি মো. জসিম উদ্দিন সরকার, জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সেক্রেটারি মো. আব্দুল কাদির লাক্সন।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক সৈয়দ মোসাব্বির আহমদ, সৈয়দপুর যুব পরিষদ সিলেট’র সাবেক সমন্বয়কারী মো. মিজান কোরেশী, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলী প্রমুখ।
ও উপস্থিত ছিলেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক রাহিন মিয়া তালুকদার, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সৈয়দ মিজান, জামায়াত নেতা মাওলানা ইমরান কামালী, যুবদল সৈয়দ আমিরুল ইসলাম, জগন্নাথপুর যুব জমিয়তের সহকারী সেক্রেটারি মাওলানা আখলাক আহমদ, ইউনিয়ন জমিয়তের সেক্রেটারি মাওলানা আখতার হুসেন। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় ৫ শতাধিক মানুষ অংশ নেন। পরে দোয়া পরিচালনা করেন সিলেট আল মদিনা মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা শরিফ আহমদ।