দিরাইয়ে বিএনপি নেতা এডভোকেট পাবেলের ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৭:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
বিএনপির নেতা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেলের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিরাই পৌর নগরীর বিএডিসি মাঠে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভা হয়।
দিরাই উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, তাড়ল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদার, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, উপজেলা যুবদলের সদস্য সচিব লিপন হাসন চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউন্সিল জুয়েল তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সামসুল হক সরদার খেজুর, শ্রমিকদলের সভাপতি আব্দুল খালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া প্রমুখ।