ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের বিদায় সংবর্ধনা

- আপডেট সময় : ০৯:২৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ১২২ বার পড়া হয়েছে
ছাতক প্রতিনিধি:
ছাতকে উপজেলা পরিষদ কর্তৃক নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রহমানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রহমান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, ছাতক পৌর সভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, এডভোকেট সুফি আলম সোহেল, মাস্টার আওলাদ হোসেন, অদুদ আলম, আলহাজ্ব সুন্দর আলী, বিল্লাল আহমদ, সাইফুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, সাবেক চেয়ারম্যান আব্দুল মছব্বির প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, ছাতকে দায়িত্বশীলতার সাথে কাজ করেছেন ইউএনও মামুনুর রহমান। তিনি ছিলেন একজন দক্ষ কর্মকর্তা। তার অভিজ্ঞতা ও দক্ষতা দেশের কল্যাণ এবং উন্নয়নের সহায়ক হবে।
সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইব্রাহীম মিয়া, উপজেলা প্রকৌশলী আফছার উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।