তাহিরপুরে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৫:০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
- / 129
বাংলাদেশ জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের আয়োজনে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯(মার্চ)বুধবার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও ময়ালের বাজার জামে মসজিদের অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার আমীর অধ্যক্ষ মোঃ রোকন উদ্দিন।
দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি আজিজুর রহমান এখন্জির সভাপতিত্বে ও সেক্রেটারি ডা:আব্দুল বাতেন ও আবু সাঈদের যৌথ সঞ্চালনায় ইফতার মাহফিলে
প্রধান বক্তার বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো: রুকন উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আলীম ইমতিয়াজ, শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহজাহান আলী , খেলাফত মজলিসের তাহিরপুর উপজেলার প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল আমিন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সমাজে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে সমাজের নেতৃত্বের আসনে খোদা ভীরু লোকদেরকে উক্ত আসনে বসাতে হবে,কুরআনের আইন চালু করতে হবে।