বন্ধু প্রতিম ছাত্র সংগঠন ও সাংবাদিকদের সম্মানে সুনামগঞ্জ শিবিরের ইফতার
স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সকল ছাত্র সংগঠন এক সাথে কাজ করবে

- আপডেট সময় : ১২:৫৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে সুনামগঞ্জ শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতার ঐক্যবদ্ধ ভাবে কাজ করার মত পোষণ করেন।
কোন ফ্যাসিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেভাবে সবাইকে সজাগ থাকতে হবে।
তারা আরো বলেন, যে যে ফ্লাটফর্মে থাকি না কেন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বোভৌমত্বের প্রশ্নে এক থাকতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে বন্ধু প্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০) মার্চ সংগঠনের জেলা কার্যালয়ে সংগঠনের জেলা সেক্রেটারি ফারহান শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণত সম্পাদক মাসুম হেলাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক ইমনদ্দোজা, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি কামরুল ইসলাম, জেলা ছাত্র মজলিসের সেক্রেটারী মু ফয়জুল্লাহ, সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি দেলোয়ার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নাসিম চৌধুরী, বাংলাদেশ ছাত্র জমিয়তের জেলা সেক্রেটারী আহমদ মারজান প্রমুখ।
এছাড়াও বাংলাদেশ ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ জেলার ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।