দৈনিক সুনামগঞ্জের সময়’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

- আপডেট সময় : ০১:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২ ১৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সুনামগঞ্জের সময়’র ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
রোববার সন্ধ্যায় সুনামগঞ্জ প্রেসক্লাবে মিলনায়তনে সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ্।
দৈনিক সুনামগঞ্জের সময়’র স্টাফ রিপোর্টার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র।
এসময় বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের সময়’র সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি মাসুম হেলাল, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে দৈনিক সুনামগঞ্জের সময়’র বার্তা সম্পাদক অরুণ চক্রবর্তী, সাংবাদিক কেজি মানব, সিলেট তথ্য অনুসন্ধান’র সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, এ কে কুদরত পাশা, সোনালী খবরের জেলা প্রতিনিধি ফরিদ মিয়া, সুনামকণ্ঠের স্টাফ রিপোর্টার শামসুল কাদির মিসবাহ, দৈনিক আজকালের খবর’র জেলা প্রতিনিধি আমিনুল হক, আমার সুনামগঞ্জ ডট কম’র সম্পাদক মোঃ সুহেল আলম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সদস্য বাবুল মিয়া, জাহাঙ্গীর আলম ভুঁইয়া, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি কর্ণ বাবু দাস প্রমুখ।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর অংশ হিসেবে অতিথিবৃন্দ কেক কাটেন।