তাহিরপুরে জমি নিয়ে সংঘর্ষ আহত ৪ আটক ২

- আপডেট সময় : ১০:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ১৮৭ বার পড়া হয়েছে
তাহিরপুর উপজেলার ৩ নং দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্দ গ্রামে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত।
বুধবার (১৯) মার্চ বিকাল অনুমান ০৩:৩০ ঘটিকায় এই ঘটনা সংঘটিত হয়।
হামলায় গুরুতর আহত ফয়জুন নুর (৫০) শাহদৎ (৪০) শফিক মিয়া (৫৫) সাজুল হক (৩৫) তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি উসমানী মেডিক্যাল প্রেরণ করেন।
এই ঘটনায় আবদুস শহীদ বাদী তাহিরপুর থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাহিরপুর থানার এস আই পারভেজের নেতৃত্ব অভিযান চালিয়ে আসামী ৬ জনের মধ্যে দুইজনকে তাৎক্ষণিক মূহুর্তে আজু ও তার ভাই নাজুকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।
এছাড়াও আরো যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন- অলিনুর (৫৫) অলিউর রহমান (৩০) মোয়াজ্জিন (২৪) জিহাদুল (২২)।
তাহিরপুর থানার ইনচার্জ মুহাম্মদ দিলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই আসামিদের আইনের আওতায় আনা হবে।