শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা শাখার ইফতার মাহফিল

- আপডেট সময় : ০৯:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলার বারবিকিউ রেস্টুরেন্টে শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ভাইরা অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আতাউল হকের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আবদুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলার সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, খেলাফত মজলিসের ইউকে লুটন শাখার সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা আমিরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, সুনামগঞ্জ পৌর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম হোসেন সৈনিক, খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর সভাপতি মাওলানা আলী খান, পৌর সহ-সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলার সহ-সাধারণ সম্পাদক নূর আহমদ মাছুম, দোকান মালিক সমিতির সভাপতি সিরাজুল হক ওলি, শ্রমিক মজলিসের জেলা নির্বাহী সদস্য মুহাম্মদ ওয়াহিদ, খেলাফত মজলিস পৌর নির্বাহী সদস্য গোলাম হোসেন রাজিব, শ্রমিক মজলিস পৌর সভাপতি বিল্লাল হোসেন খান, সেক্রেটারি মুহাম্মদ আবু বকর, খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর ৪ নং ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফাহিম আহমদ, শ্রমিক নেতা জুয়েল আহমদ হিরণ, মকবুল হোসেন, জামাল উদ্দিন, হাবিবুর রহমান, সিরাজ খান, বাবলু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানটি ছিল এক অত্যন্ত সুন্দর মিলনমেলা, যেখানে সবাই একে অপরের সাথে সম্পর্ক গড়ে তুলে নতুন প্রেরণা ও উদ্দীপনায় ইফতার মাহফিলের মধ্য দিয়ে ধর্মীয় ও সামাজিক আলোচনায় একত্রিত হয়।