সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জামাল উদ্দিন বেলাল, জগন্নাথপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫৫:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ২৪ বার পড়া হয়েছে
জগন্নাথপুরে ৩টি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌরশহরের টিএনটি সড়কস্থ এসব দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
অভিযান পরিচালনাকালে অত্যধিক মুনাফায় বিক্রি ও ক্রয় রশিদ না থাকায় ডলফিন ফ্যাশনে ১০ হাজার, ঝলক ফ্যাশরন ১০ হাজার ও ব্যান্ড সপে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কাপড়ের দোকানগুলোর অতিরিক্ত মূল্য ও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পবিত্র রমজান মাস পর্যন্ত তা অব্যাহত থাকবে।