তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতি সুনামগঞ্জ’র ইফতার মাহফিল

- আপডেট সময় : ০১:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জস্থ তাহিরপুর উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে শহরের লতিফা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।
সেক্রেটারি আবু সাঈদের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী বিদায়ী মোঃ সিরাজুল ইসলাম, এডভোকেট শফিকুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মোঃ নূরুল ইসলাম, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক এডভোকেট তৈয়বুর রহমান বাবুল, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুনাব আলী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আলমগীর আহমদ, ডা. নণী ভূষণ তালুকদার, উত্তর শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খসরুল আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম, সাবেক চেয়ারম্যান রাখাব উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা কল্যাণ সমিতির সেক্রেটারি মোড়ল মাসুদ জামান লিটন প্রমুখ।
সদ্য বিদায়ী সভাপতি সিরাজুল ইসলামকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন বর্তমান কমিটি ও অতিথিবৃন্দ।
মোনাজাত পরিচালনা করেন পূর্ব বাজার মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ।