একে অন্যের সুখ-দুঃখের অংশীদার হতে পারলে নতুন বাংলাদেশের সূচনা হবে – এডভোকেট শিশির মনির

- আপডেট সময় : ০৫:৪০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সুপ্রিম কোর্টের আইনজীবী ও দিরাই শাল্লা আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির বলেছেন- রাজনৈতিক মতভেদ থাকবে, ভাইয়ে ভাইয়ে মতভেদ থাকবে। কিন্তু আমরা একে অপরের প্রতি যেন প্রতিহিংসা পরায়ণ হয়ে না উঠি। আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে হবে। একে অন্যকে শ্রদ্ধা ও সম্মান করতে হবে। আমরা একে অন্যের সুখ-দুঃখের অংশীদার হবো, তবেই এক নতুন বাংলাদেশের সূচনা হবে।
শুক্রবার দিরাই পৌর শহরের একটি সেন্টারে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও জামায়াত নেতা ইমরান হোসাইনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, খেলাফত মজলিস কেন্দ্রীয় সূরা কমিটির সদস্য মাওলানা নুরুদ্দিন।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির মিয়া, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল, বিএনপি নেতা মানিক তালুকদার, কামরুল ইসলাম, জয়নুল হক চৌধুরী, সুমন মিয়া প্রমুখ।