আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে মিছিল-সমাবেশ

- আপডেট সময় : ১১:৫৪:২২ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
বিগত সাড়ে ১৫ বছরে দেশের জনগণের ঘাড়ে চেপে বসা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ২২ মার্চ) বিকেলে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠনের আহবায়ক ফয়সল আহমেদ এর সভাপতিত্বে এবং মো. জুয়েল রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জুবায়ের আহমেদ, নাঈম আহমেদ, মোঃ মোবারক হোসেন, আরিফুল ইসলাম জোহান, মিজান রানা, আলাল মিয়া, আশরাফুল ইসলাম প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা ভারতের তাবেদার স্বৈরাচার আওয়ামী লীগ ও তার দোসরদের অবিলম্বে বিচারকার্য শুরু করার দাবি জানান। একই সাথে শত শত ছাত্র জনতকে গুমو খুনو দেশের সম্পদ বিদেশে পাচার করার অপরাধে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচীর হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।