তাহিরপুরে শ্রমিককল্যাণ ফেডারেশনের ইফতার মাহফিল

- আপডেট সময় : ০১:৩৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়ন শাখার উদ্দ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) তাহিরপুর উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।
শ্রমিককল্যাণ ফেডারেশনের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সভাপতি আলামিন এর সভাপতিত্বে ও মাওলানা ওয়ালী উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিন, শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি লুতফুর রহমান দুলাল, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি এডভোকেট মহসিন রেজা মানিক, উলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান, উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক শাহজাহান আলী, জামায়াতে ইসলামী দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান আখঞ্জি শাহজাহান প্রমুখ।