সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বাল্যবিবাহ ও শিশুশ্রমরোধে জনসচেতনতামূলক পথ নাটক

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা প্রতিনিধি
- আপডেট সময় : ০১:৪৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
- / 120
ধর্মপাশা উপজেলার আহম্মদপুর গ্রামের মাঠে বাল্যিবাহ ও শিশু শ্রম রোধে জনসচেতনতা বাড়াতে ‘বালবিবাহ প্রতিরোধ” নামক পথ নাটক মঞ্চস্থ করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ ও বেসরকারি সংস্থা পারির যৌথ ব্যবস্থাপনায় উপজেলা শিশু ফোরামেের সদস্যরা এই আয়োজন করে।
এই নাটকের বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছে তারা হলো ইয়াদুল ইসলাম জিদান, রিতা সোহান, মারুফ, ময়না, রিয়াজ, শান্তা, সাকিব, ঝিনুক, জেরিন, তাসলিমা, সুমাইয়া, উর্মি, অপর্না, জুঁই, চাঁদনী, আশা, রূপা,ইমা, মাহফুজ, ফাহিম,মীম ও মাইশা।
এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থা পারির সমাজ উন্নয়ন কর্মকর্তা (সিডিও) বিদ্যুৎ মাংসাং, মাঠ সহায়ক জাকিয়া সুলতানা, শিখা আক্তার, জালাল আহমেদ প্রমুখ।