সংবাদ শিরোনাম ::
আগুনে ক্ষতিগ্রস্ত ৫টি ঘর তৈরি করে দিলো লতিফিয়া হ্যান্ডস

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:৩৪:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
- / 142
সুনামগঞ্জ সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের হাসনপুর (নোয়াগাঁও) গ্রামে আগুন ক্ষতিগ্রস্ত ৫টি ঘর তৈরি করে দিয়েছে লতিফিয়া হ্যান্ডস।
আজ রবিবার ২৭ জন মিস্ত্রি দ্বারস ১ দিনেই ৫ ঘর এর কাজ শেষ হয়েছে। সাথে ছিল ৫ টা খাট বেড বিছানা, চাল, ডাল, তেল, সবার নতুন পোষাক ৫০ জনের, কলসসহ আর রান্নার অনেক কিছু।
জানা যায়, আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (র:) ছাহেবজাদা আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বড় ছাহেব কিবলাহ, Latifi Hand’s এর পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়।
সহযোগিতায় ছিলেন সুনামগঞ্জ সদর লতিফিয়া ক্বারী সোসাইটি, মাওলানা নাজমুল হুদা, হাফিজ গোলাম কিবরিয়া, আবিদুর রহমান, নোয়া গাও গ্রামের মাজহারুল ইসলাম প্রমুখ।