তাহিরপুরে এমপি পদপ্রার্থী আনিসুল হকের ইফতার মাহফিল

- আপডেট সময় : ১০:১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
তাহিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ এর সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আনিসুল হকের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার তাহিরপুর উপজেলার স্টেডিয়ামে পাঁচ হাজার মানুষকে নিয়ে এই মাহফিল সম্পন্ন হয়। মাহফিলে সভাপত্বি করেন বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য রাখাব উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন।
ইফতার ও দোয়া মাহফিলে জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক এনামুল হক ও তাহিরপুর কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম আজাদ যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা তার বক্তব্যে বলেন,ল বিএনপির দুর্দিনে একমাত্র সুনামগঞ্জ ১ আসনের নিঃস্বার্থভাবে দলটিকে সুসংগঠিত করে রেখেছিলেন বর্তমান কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুল হক।
আনিসুল হক বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
তিনি বলেন বিএনপি যেকোনো প্রার্থী সংসদীয় সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন পেলে স্বতঃস্পূর্তভাবে কাজ করব। দলটির উপর দিয়ে অনেক চড়াই উতরাই পেরিয়ে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আজ উনমুক্তভাবে ইফতার ও দোয়া মাহফিল করতে পেরেছি।