সংবাদ শিরোনাম ::
স্বপ্ন ছিলো #রিতা ফারিয়া রিচি

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৭২ বার পড়া হয়েছে
ইচ্ছে করে ওই বাড়িতে যাবো ছুটে
গোলাপ হয়ে বাড়ির গেটে থাকবো ফুটে
মন হারাবো সন্ধ্যা সকাল সবুজ মাঠে
পা দুটো খুব আস্তে ধীরে ফেলব বাটে।
আইলটা ধরে নুপুর পায়ে ছুটব আমি
গ্রামটা আমার চোখে দেখা সবচে’ দামি
এমন করে মন টানেনি কোনোখানে
পাখনা মেলে উড়ছি যেন সবুজ টানে৷
আকাশ নীলে হাতছানিতে আমায় ডাকে
কিন্তু রাজি কেমনে করাই আমার মাকে?
তবু এখন ছুটবো ঠিকই এমন গাঁয়ে
যতই পড়ুক বাধা আমার এই দু’পায়ে৷
সবুজ পাতার ফাঁকে ফাঁকে পাখির ছানা
ধরতে যাবো দু’হাত দিয়ে কিসের মানা?
ঘরের ভেতর মুখ লুকিয়ে থাকব পড়ে
কিচিরমিচির পাখির ডাকে উঠব ভোরে৷
খড়ের চালের বারান্দাতে থাকব বসে
এক জীবনের হিসাব নিকাশ যাবো কষে
সবুজ মাঠে এক পলকে রইবো চেয়ে
পড়বে মায়ায় দু’ফোটা জল চক্ষু বেয়ে৷
প্রিয়তম তোমার সাথে এমন ঘরে–
স্বপ্ন ছিলো থাকবো দু’জন জীবন ভরে
খুনসুঁটিও করে যাবো মিলে মিশে
বলতে পারো আজো তোমার ভয়টা কিসে!