স্বাধীনতা দিবস উপলক্ষে গণ অধিকার পরিষদের পুষ্পস্তবক অর্পণ

- আপডেট সময় : ০৩:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা গণ অধিকার ও তার সংগঠন মিলে সুনামগঞ্জ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে (জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখের শহীদ মিনারে) শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
এতে গণ অধিকার নেতৃবৃন্দ, সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন।
আলোচনায় সর্বপ্রথম মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনার সময় গণ অধিকার নেতৃবৃন্দ বলেন পুরাতন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল না দিতে পেরে মানুষ দিশেহারা হয়ে পড়ে। কোন বিজ্ঞপ্তি ছাড়া সিদ্ধান্ত গ্রহণ করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়। রাষ্ট্রীয়, জনগুরুত্বপূর্ণ বিষয়ে আরও দায়িত্বশীল আচরণের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
গণ অধিকারের জেলা সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকী সঞ্চালনায় বক্তব্য রাখেন যুব অধিকার জেলা সভাপতি মুজাহিদ আলী খোকন, গণ অধিকার সুনামগঞ্জ সদর উপজেলা আহ্বায় মুসাহিদ মিলটন, গণনেতা তিমন চৌধুরীসহ গণ অধিকারের নেতৃবৃন্দ।