সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে বাড়ির সীমানা নিয়ে ঝগড়ায় নিহত ১ আটক ২

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৮:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
তাহিরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে ঝগড়ায় রহমত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত রহমত আলী উপজেলা সদর ইউনিয়নের বীরনগর গ্রামের ফয়জুর রহমানের ছেলে।
শনিবার দুপুরে ১২টায় নিজ বাড়িতে ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত কিবরিয়া ও হোসাইন নামে একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রহমত আলীর সাথে চাচাত ভাই মকবুল হোসেনের ছেলে কিবরিয়ার সাথে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে রহমত আলী বাড়ির সামনের উজাড়ি বন কাটতে কিবরিয়াকে নিষেধ করেন। এসময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। হাতাহাতির এক পর্যায়ে রহতম আলী মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।