মাটিয়াইন কদমতলী স্পোর্টিং ক্লাবের ক্রিকেট টুর্নামেন্ট

- আপডেট সময় : ০২:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে
খেলাধুলা জীবনকে সুন্দর করে তোলে, কারণ এটি শুধু শক্তি আর কৌশল নয়, এটি আমাদের ভেতরের মনুষ্যত্বকেও জাগ্রত করে।”
যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে মাটিয়াইন কদমতলী স্পোর্টিং ক্লাব( এম কে এস সি) এর উদ্যোগে ঈদ পরবর্তী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ৩) এপ্রিল তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান গ্রামের খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ১৫ ওভারের খেলায় আমিনুল একাদশকে ২ উইকেটে পরাজিত করে ট্রফি বিজয়ী হয় শোহাগ একাদশ।
ট্রসে জিতে আমিনুল একাদশ ৯০ বলে ৯৫ রান সংগ্রহ করে। অপরদিকে শোহাগ একাদশ ৭২ বলে ৯৬ রান করে ২ উইকেটে বিজয় ছিনিয়ে নেয়।
বিজয়ী দলের কাছে পুরষ্কার তুলে দেন স্পোর্টিং ক্লাবের ফাউন্ডার সংগঠক মু আমিনুল ইসলাম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তরুন সংগঠক মো জাকারিয়া আহমদ, সোয়েব আহমদ, সাদ্দাম হোসেন,শোহাগ আহমদ, শাহান শাহ, ইমন আহমদ,মোস্তাক আহমদ প্রমুখ।
খেলায় আম্পায়ার হিসেবে দ্বায়িত্ব পালন করেন, ক্রীড়া সংগঠক মু শুয়াইব আহমদ।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে তরুণ ক্রিকেট প্রেমীরা বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে মাদক, জুয়া,ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। প্রতিটি এলাকায় তরুন সমাজকে ক্রীড়ামুখী করতে পারলে সামাজিক সম্প্রতি ও সৌহার্দ্য বজায় থাকবে।