সুনামগঞ্জে পুলিশ নিয়োগে প্রথম দিন প্রার্থী ৮২৬

- আপডেট সময় : ০৬:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৫১ বার পড়া হয়েছে
জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারি)-২০২৫ এর কার্যক্রম আজ ৬ এপ্রিল, রবিবার থেকে শুরু হয়েছে। সকালে জেলা পুলিশ লাইন্স মাঠে শুরু হওয়া এই পরীক্ষার প্রথম দিনে মোট ৮২৬ জন প্রার্থী অংশগ্রহণ করেন, যাদের মধ্যে পুরুষ ৭৪৩ জন এবং নারী ৮৩ জন।
প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই-বাছাইয়ের পর মোট ৬০৩ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে পুরুষ প্রার্থী ৫৬৩ জন এবং নারী প্রার্থী ৪০ জন। জেলার পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন। তার দক্ষ তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম স্বচ্ছ ও সুশৃঙ্খলাভাবে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল, হবিগঞ্জ) প্রবাস কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল, সিলেট) মো: শাহ আলম, সুনামগঞ্জ সিভিল সার্জন মনোনীত মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম ও ডা. শতাব্দী ভট্টাচার্য্য।
প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার উত্তীর্ণ প্রার্থীদের আগামীকালের মাঠ পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ব্রিফ করেন। প্রার্থীদেরকে আগামীকাল ৭ এপ্রিল সকাল ৮টায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত সময়ের আগেই উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।