সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে চিকসা সোনালী ইয়াং স্টার মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আব্দুল আলিম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
তাহিরপুর সদর ইউনিয়নের চিকসা সোনালী ইয়াং স্টার আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট) মোঃ আনিসুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি’র ১ম যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক আবুল হুদা, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হুদা, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, তাহিরপুর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সফিক মিয়া প্রমুখ।