তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময়

- আপডেট সময় : ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
- / 204
আব্দুল আলীম, তাহিরপুরঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ নম্ভেবর) দুপুর ১২টায় উপজেলা বঙ্গবন্ধু কর্ণার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক শামছুল আলম আখঞ্জী, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, সদস্য আবুল কাশেম, রাজন চন্দ্র ও সাংবাদিক শওকত।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আহমেদ কবির, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল আলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আহমেদ, ক্রীড়া সম্পাদক মুরশেদ আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।