সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় যুবলীগ নেতা আলী আকবর গ্রেফতার

ধর্মপাশা প্রতিনিধি :
- আপডেট সময় : ০৭:৩৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 133
ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে গতকাল সোমবার রাতে শাহ মো.আলী আকবর (৫০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
তাঁর বাড়ি উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,নাশকতার প্রস্তুতির অভিযোগে এ উপজেলায় ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে গত বছরের ৭ডিসেম্বর থানায় একটি মামলা হয়।
এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ মো.আলী আকবর কে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে গতকাল সোমবার রাত নয়টার দিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।